Swapan Basak





Education


শিক্ষা বা এডুকেশন এর মানে হলো, শিশুকে মানসিক এবং শারীরিক দিক থেকে গড়ে তোলা | আমরা সাধারণত স্কুল/কলেজ এর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিশুদের শিক্ষিত করে তুলত ে চাই | কোনো শিশুকে মানসিক এবং শারীরিক দিক থেকে গড়ে তোলার জন্য স্কুল/কলেজ এর শিক্ষা ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ - তবে সব নয়, একটা অংশ মাত্র | কোনো শিশু যখন প্রকৃত শি ক্ষা পায়, তখন জীবন যুদ্ধে জয়ী হওয়ার উপযোগী হয়ে ওঠে | তাই এই শিক্ষা যেন কেবল পুঁথিগত শিক্ষায় আবদ্ধ না থাকে | শিক্ষাকে যেন তার জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক ভাবে প্রয়োগ করতে পারে | তাই পুঁথিগত শিক্ষার বাইরেও, তার পরিবেশ ও সমাজ থেকেও ফলিত শিক্ষা আরোহন করতে হবে | আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবন যত আধুনিক হবে, তত, তার অন্ধকার দিকগুলোও আমাদের কাছে সহজলদ্ধ হবে | তাই প্রকৃত শিক্ষার অভাবে, মন আকৃষ্ট হবে সেইসব অন্ধকারের দিকে - ফলে দিকভ্রষ্ট যুব সমাজ সৃষ্টি হবে | কেবল পড়তে হবে বলে পড়ার পরিবর্তে, জানার জন্য পড়ার দিকে নিয়ে যেতে হলে, তা শুরু করতে হবে নিজের ঘর থেকেই | এই প্রসঙ্গে, মহান দার্শনিক সক্রেটিস-এর কথা মনে রাখতে হবে - "Our youth now love luxury. They have bad manners, contempt for authority; they show disrespect for their elders and love chatter in place of exercise; they no longer rise when elders enter the room; they contradict their parents, chatter before company; gobble up their food and tyrannize their teachers." |

আমরা আমাদের পরবর্তী জেনারেশন কে সর্বদা দোষারোপ বা দায়ী করি | কিন্তু আমরা অনেক ছোটো ছোটো স্বার্থ ত্যাগ করতে পারিনা | দুধের শিশু বিরক্ত করলে, নির্দ্বিধায় মোবাইল তুলে দেই তার হাতে অথবা অন্ধকার কোনে কোনো এক নীম বা বট গাছে ভুত আছে বলে ভয় দেখিয়ে শান্ত করি | কিন্তু শিশুমনে এর এক অন্ধকারময় ছাপ সৃষ্টি হয় - তারই প্রভাব পরে তার ছাত্র জীবনে | আবার অন্যদিকে আমাদের অনুময় পরিবারের একমাত্র শিশু সন্তানকে অতিরিক্ত আদর আর পরিষেবা দিয়ে বিরূপ অবস্থার সৃষ্টি করি | আমাদের শিখতে হবে শিশুদের মনের চাহিদা, বুঝতে হবে কটুকু দিতে হবে, তাদের জন্য দিতে হবে পর্যাপ্ত সময় | মনে রাখতে হবে, "সংসার" তার দায়বদ্ধতা না পেলে সঠিক ভাবে গড়ে ওঠে না - আর এই পরিবেশে আমাদের শিশুও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেনা |েনা |

Navigation Panel